BY- Aajtak Bangla

শুধু এই সার দিন, ঘরের টবেই কাঁড়ি কাঁড়ি লঙ্কা হবে 

24 July 2024

লঙ্কা ছাড়া কোনও রান্নাই করা যায় না। লঙ্কা না দিলে রান্নায় স্বাদ হয় না।

অনেকে ভাতের সঙ্গে আলাদা করে কাঁচালঙ্কা খান।

তবে কাঁচালঙ্কার যা দাম, তাতে দোকানে কিনতে গিয়ে পকেট ফাঁকা হয়।

তাই ঘরের টবেই কাঁচালঙ্কার গাছ লাগান। আর দোকানে যেতে হবে না। এভাবে গাছ লাগালেই অনেক লঙ্কা ফলবে। জেনে নিন...

 লঙ্কাগাছের জন্য মাটি ঝুরঝুরে হতে হবে। দোআঁশ মাটি, কম্পোস্ট, বালি দিন।

লঙ্কাগাছে দিন গোবর সার, খোলপচা সার। এতে ফলন ভাল হয়।

 গাছের গোড়ায় যাতে জল না জমে সেটা খেয়াল রাখুন।

লঙ্কা গাছে দিন সর্ষের খোল ভেজানো জল। এতে প্রচুর লঙ্কা হবে।

লঙ্কা গাছে ফুল এলে দিন পটাশ সার। এভাবে যত্ন নিলে প্রচুর লঙ্কা হবে।