BY- Aajtak Bangla
3 NOVEMBER, 2023
বেল একটি পুষ্টিকর এবং উপকারী ফল। এটিকে শ্রীফল বলা হয়। এটি শিবের প্রিয় ফল।
কাঁচা -পাকা দুই অবস্থায়তেই বেল উপকারী। পাকা বেলের শরবত সুস্বাদু।
বেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি এবং ক্যালসিয়াম, ফসফরাস ও পটাসিয়ামের মত মূল্যবান পুষ্টি উপাদান।
বেল কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া কাঁচা বেল ডায়েরিয়া ও আমাশয় রোগে ধন্বন্তরী।
বেলের শরবত হজমশক্তি বাড়ায় এবং তা বলবর্ধক।
বেলের পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে পান করলে চোখের ছানি ও জ্বালা উপশম হয়।
বেলে প্রচুর ভিটামিন সি আছে। এই ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
পেট খারাপ, আমাশয়, শিশুর স্মরণ শক্তি বাড়ানোর জন্য বেল উপকারী।
বেল নিয়মিত খেলে কোলন ক্যানসার হওয়ার আশঙ্কা অনেকাংশে কমে যায়।
বেল পাতার রস, মধু ও গোল মরিচ এর গুঁড়া মিশিয়ে পান করলে জন্ডিস রোগ নিরাময় হয়।