BY- Aajtak Bangla

শিবের আশীর্বাদে স্পেশাল হয় এই ৪ রাশির মানুষরা

শিবের আশীর্বাদে স্পেশাল হয় এই ৪ রাশির মানুষরা

BY- Aajtak Bangla

21 January 2025

অনেকেই জানেন না, নির্দিষ্ট কিছু রাশির প্রধান দেবতা হন শিব। অর্থাৎ এই রাশির জাতক জাতিকাদের উপর বরাবরই মহাদেবের কৃপা বজায় থাকে।

মতাবস্থায় এই রাশির জাতক জাতিকারা শিবের নিয়মিত পুজো, প্রার্থনা করলে উপকৃত হন। 

লোকমতে, মহাদেবের পুজো করার সবচেয়ে বড় লাভ হল, এর ফলে পুজারী ভরপুর আত্মবিশ্বাস পান।

জ্যোতিষ মতে, নির্দিষ্ট ৪ রাশির জাতক জাতিকারা, কঠিন পরিস্থিতিতে মহাদেবের নাম স্মরণ করলে, আরও বেশি আত্মবিশ্বাসী, সাহসী ও বুদ্ধিমান হয়ে উঠবেন।

জেনে নেওয়া যাক, শিবের আশীর্বাদ ধন্য হয় কোন ৪ রাশি।

মেষ রাশি- জ্যোতিষ মতে, মেষ রাশিরও অধিপতি মঙ্গল। ফলে এই রাশির জাতক জাতিকাদের উপরেও শিবের আশীর্বাদ বজায় থাকে। 

মকর রাশি- ভগবান শিবের অন্যতম আশীর্বাদধন্য এই রাশি। এই রাশির অধিপতি শনি। ফলে মকর রাশির জাতক জাতিকাদের উপর শিবের কৃপা বজায় থাকে।

বৃশ্চিক রাশি- এই রাশির অধিপতি মঙ্গল। আর সেই কারণে তাঁদের উপর শিবের বিশেষ আশীর্বাদ থাকে।

কুম্ভ রাশি- কুম্বর রাশির অধিপতি শনি। এই রাশিতেও শিবের কৃপা থাকে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা নিয়মিত মহাদেবের পুজো করলে সুফল লাভ করবেন।