BY- Aajtak Bangla

স্ত্রী বা প্রেমিকার সঙ্গে ঝগড়ায় হেরে যান? তুখোড় টিপস রইল

11  December, 2023

ধরা যাক, কথা কাটাকাটির সময় আপনি যা বলতে চাইছেন, তা বলতে পারছেন না; এমন অবস্থায় আপনি বলতে পারেন, ‘আমি এখন এই কথার কোনো উত্তর দেব না। কিন্তু পরে দেব।’ 

কিংবা বলুন, ‘আমি এ ব্যাপারে এখন কিছু বলতে পারব না। পরে বলব।’ 

এ রকম কিছু বাক্য ঠিক করে ফেলুন এবং প্রয়োজনের সময়ে সেসবই বলুন। কথাগুলো বলার প্র্যাকটিস করুন। চাইলে লিখেও রাখতে পারেন। 

উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় লেখাটি আপনার স্ত্রী বা পরিবারের সদস্যদের দেখান। আশা করা যায়, অপর ব্যক্তিটি আপনার এই সিদ্ধান্তকে সম্মান করবে।

কোনো কিছু নিয়ে কারও সঙ্গে কথা-কাটাকাটি হলে ঘটনার পর যখন পরিস্থিতি শান্ত হয়ে যাবে, তখন ঠান্ডা মাথায় ব্যাপারটি নিয়ে আবার কথা বলুন। সেই সময় আপনার মতামতটি জানিয়ে দিন।

আশা করি, আপনি একদিন প্রিয়জনদের সামনে কারও সাহায্য ছাড়াই নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে সক্ষম হবেন।

যতক্ষণ না আপনি নিজের এই আচরণের পেছনের কারণ খুঁজে পাচ্ছেন, ততক্ষণ ব্যাপারটাতে আরেকটু সময় দিলে উপকার পেতে পারেন। 

স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হলে বিছানার ডান দিকে রাখুন একজোড়া হাঁস। সম্পর্ক ভালো হতে শুরু করবে।

বেডরুম থেকে সরিয়ে রাখুন বৈদ্যুতিন জিনিসপত্র। যার মধ্যে অন্যতম হল টিভি।

বেডরুমের দেওয়ালে কোনও হিংসাত্মক ছবি থাকা উচিত নয়। এই ধরনের ছবি আপনার ও জীবনসঙ্গীর উপর নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে।

শোওয়ার ঘরে কোনও দেব-দেবীর মূর্তি রাখবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।