15 July, 2024

BY- Aajtak Bangla

বাড়ির গামলায় ফুটবে রাশি রাশি পদ্ম, ঝক্কি ছাড়াই ফুল ফোটানোর উপায়

v

আর কটা মাস। তার পরই দুর্গাপুজো । দেবী আরাধনায় লাগে পদ্মফুল।

বাড়িতে গামলায় চাষ করতে পারেন পদ্মফুল।

মাঝারি থেকে বড় আকারের গামলায় পদ্মচাষ সম্ভব। কীভাবে বাড়িতে পদ্মফুল ফোটাবেন?

পদ্মের বীজ বা কন্দ থেকে পদ্ম চারা তৈরি হয়। 

কন্দ লাগানোর পর পাত্রটি রোদে রাখতে হবে। দিনে ৫ থেকে ৬ ঘণ্টা সূর্যালোকে রাখুন। 

কমপক্ষে ১০-২০ ইঞ্চি গভীর এবং ১৮-২৫ ইঞ্চি ব্যাসের পাত্র নিন।

বাগানের মাটি বা পুকুরের ময়লা দিয়ে পাত্রটি ভরে নিন।

  গোবর সার, পাতা পচা সার, ইউরিয়া,পটাশ এবং ফসফেট মিশিয়ে মাটি প্রস্তুত করুন। পুরো পাত্র ভরাট করবেন না। 

কন্দ রোপণের আগে মাটিতে জৈব সার মেশাতে ভুলবেন না। 

কন্দগুলো মাটির উপরে পুঁতে দিয়ে পাশ থেকে চেপে দিতে হবে। জল ভরে দিন।

জল কমাবেন না। তিন মাসের মধ্যে গাছে ফুল আসে।