28 JUNE, 2023
BY- Aajtak Bangla
নারী-পুরুষের বয়সের ফারাক কত হলে সম্পর্ক টেকে?
প্রেমে বয়স বলে কিছু নেই। যে কোনও বয়সে, যে কোনও বয়সের মনের মানুষের সঙ্গে গড়া যায় সম্পর্ক।
তবে জানেন কি কত বয়স থাকলে সম্পর্ক বেশিদিন টেকে? এনিয়ে নানা জল্পনা রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা কী বলছেন?
সম্প্রতি ৩০০০ জনকে নিয়ে একটি গবেষণা করা হয়েছে।
সেখানে ৫ থেকে ৭ বছরের ফারাক, ১০ বছরের ফারাক ও সময়বয়স্কদের সম্পর্ক নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে।
দুই ব্যক্তির মধ্যে বয়সের ফারাক ১০ বছর বলে সম্পর্ক ভাঙার সম্ভাবনা ৩৯ শতাংশ। কারণ বয়সের ফারাক বেশি হলে মতের অমিল বেশি করে ধরা পড়ে।
বয়সের ফারাক ২০ হলে বিচ্ছেদের সম্ভাবনা ৯৫ শতাংশ।
গবেষণা বলছে, আদর্শ বয়সের ফারাক হাওয়া উচিত ১ থেকে ৩ বছর। তাহলে সম্পর্ক বেশিদিন টেকে। বিচ্ছেদের সম্ভাবনা থাকে ৩ শতাংশ।
সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভবনা বেশি থাকে সমবয়সীদের প্রেমেই।
গবেষণায় বলা হয়েছে,সন্তানের সঙ্গেও যোগ রয়েছে সম্পর্কের। বিয়ের আগে সন্তান এলে সম্পর্ক বেশি টেকসই হয় ।
Related Stories
তেল ছাড়াই হবে চটপটা লেবুর আচার, সহজ রেসিপি
১ কেজি মাটন ম্যারিনেটের জন্য কতটা দই লাগবে? বাবুর্চির টিপস
মাটন হাড় থেকে ঝরে পড়বে, সেদ্ধ করুন এভাবে
মনকে রাখুন নিজের বশে, জানুন সাফল্যের গোপন কথা