8 JANUARY, 2025
BY- Aajtak Bangla
শরীরের যেকোনও অংশে অনেক সময় চুম্বনের দাগ থেকে যায়। যাকে লাভ বাইট বা হিকি বলা হয়।
আসলে কামড়ের কারণে ত্বকে রক্ত জমে অনেক সময় নীল, লাল বা কালো দাগ হয়ে যায়। যা কারও কারও কাছে দৃষ্টিকটু।
এই দাগ সহজে শরীর থেকে যায় না। তবে, কিছু ঘরোয়া টোটকা করে দেখুন, নিমেষে দূর হবে।
এর জন্য আনারস ব্যবহার করতে পারেন। এটি লাভ বাইট বিবর্ণ করতে কার্যকর। এর ছোট ছোট টুকরো কেটে দাগের উপর হালকা ঘষে লাগালে দাগ ফিকে হতে শুরু করে।
কলার খোসা হালকা হাতে ঘষে দিলে দাগ হালকা করতে খুবই সহায়ক।
একটি চামচ ফ্রিজে রেখে ঠান্ডা করে কিছুক্ষণ পর চামচ দিয়ে ম্যাসাজ করুন। দাগ উবে যাবে
বরফের কিউব ব্যবহার করতে পারেন।
আঘাতের কারণে রক্ত জমে গেলে বেশিরভাগ চিকিৎসকই সতর্কতার পরামর্শ দেন। হিটিং প্যাড দিয়ে দাগের ওপর সেঁক দিন। রক্ত সঞ্চালন ভাল হয় এবং দাগ অদৃশ্য হয়ে যায়।