3 April, 2025

BY- Aajtak Bangla

প্রেমে পটু না লাজুক? বলে দেবে আপনার জন্ম তারিখই

রোম্যান্সে নেতৃত্ব দেন। ভালোবাসায় এক পা এগিয়ে। লাজুক হলেও সেরা পার্টনার।

মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল)

  রোম্যান্স, গভীর ভালোবাসায় এরা দারুণ। আদর্শ সঙ্গী।

বৃষ (২০ এপ্রিল-২০ মে)

সহজে বোর হয়ে যান। প্রেমে নতুন নতুন কিছু করতে চান এই রাশির মানুষরা।

মিথুন(২১ মে-২০ জুন)

মুহূর্ত উপভোগ করেন। চোখে চোখে কথা বলা, খুনসুটি করেন।

কর্কট(২১ জুন-২২ জুলাই)

গভালোবাসায় আগ্রাসী হন। পার্টনারকে প্রবলভাবে নিয়ন্ত্রণ করেন।   

সিংহ (২৩ জুলাই-২২ অগাস্ট)

দেখে ভোলাভালা মনে হলেও এরা রোম্যান্সে খুব ভালো হন।

কন্যা (২৩ অগাস্ট-২২ সেপ্টেম্বর)

এঁরা পার্টনারের চোখে মধ্যমণি হয়ে থাকতে চান। খুবই প্যাশনেট। কাছাকাছি ও পাশাপাশি থাকেন।  

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

এরা স্বভাবে আগ্রাসী প্রকৃতির। প্রেমে পার্টনারকে নিয়ন্ত্রণ করেন। 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

 অ্যাডভেঞ্চার খোঁজেন। প্রেমে নানা ধরনের অভিজ্ঞতা নিতে চান। 

ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)

মুডের উপর নির্ভর করে এদের রোম্যান্স।  নির্ভরযোগ্য নন। 

মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

এরা ভালোবাসায় অস্বাভাবিক রোম্যান্স পছন্দ করেন। সারপ্রাইজও দেন পার্টনারকে। 

কুম্ভ(২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

এদের আদুরে প্রেম ও রোম্যান্স পছন্দ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)