16 JANUARY, 2025
BY- Aajtak Bangla
জ্যোতিষশাস্ত্রের সঙ্গে জন্ম তারিখের যথেষ্ট গুরুত্ব রয়েছে৷ মনে করা হয়, এই সংখ্যা দেখে ব্যক্তির উপর কোন গ্রহের প্রভাব সবচেয়ে বেশি তা বোঝা যায়৷
আসলে জন্ম সংখ্যা মানুষের প্রকৃতি কেমন তার খানিক আভাস দেয়৷ সেখান থেকেই বোঝা সম্ভব, ব্যক্তির অ্যারেঞ্জ হবে না কি লাভ ম্যারেঞ্জ।
১, ১০, ১৯ এবং ২৮ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি সূর্য৷ তাঁদের স্বভাব বেশ লাজুক প্রকৃতির হয়ে থাকে৷ তাঁরা চট করে ভালবাসার কথা বলতে পারেন না৷ তাঁদের পক্ষে প্রেম করে বিয়ে করা বেশ কঠিন৷
২, ১১,২০, ২৯ তারিখে জন্ম হলে, সেই জাতক-জাতিকারা চন্দ্রের দ্বারা প্রভাবিত হন৷ তারা প্রেম বেশ ভেবে চিন্তে করে থাকেন৷ তাঁদের প্রেম করে বিয়ের সম্ভাবনা রয়েছে৷
৩, ১২, ৩০ তারিখে যাঁদের জন্ম, তাঁদের অধিপতি বৃহস্পতি৷ তাঁরা খুবই বুদ্ধিমান হয়ে থাকেন৷ তাঁরাও সাধারণত ভালবেসেই বিয়ে করেন৷
৪, ১৩, ২২, ৩১ তারিখে যাঁরা জন্মগ্রহণ করেন তাঁধের অধিপতি রাহু৷ তাঁদের পুরো জীবন ধরে একাধিক প্রেম থাকে৷ তাই এঁরা যে প্রেমে খুব একটা সিরিয়াস হন, তা নয়৷ তবে এঁরা সাধারণত প্রেম করেই বিয়ে করেন৷ তবে বিয়ের পরও অনেক সময় পরকীয়ায় আসক্ত হন৷
৫, ১৪, ২৩ তারিখে যাঁদের জন্ম তাঁরা বুধের দ্বারা প্রভাবিত হন৷ মা-বাবার পছন্দে বিয়ে করেন৷ প্রেমের বিয়েতেও পরিবারের সম্মতি নেন৷ পারিবারিক ঐতিহ্যে আস্থা রাখেন তাঁরা৷ তবে দেখাশোনা করে বিয়েতেই তাঁরা বেশি উৎসাহী৷
৬, ২৪, ১৫ তারিখে জন্ম হওয়া জাতকরা প্রেম বিবাহে সাফল্য লাভ করেন। তবে একাধিক প্রেম সম্পর্কে জড়ানোর কারণে এঁরা সঠিক ব্যক্তিকে হারিয়ে ফেলেন। এই মূলাঙ্ক শুক্রের প্রতীক।
৭, ১৬, ২৫ তারিখে জন্ম হলে তাঁদের অধিপতি কেতু৷ এরা সাধারণত খুব লাজুক প্রকৃতির হয়ে থাকেন৷ প্রেম করলেও তাঁরা সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে না৷ লাভ হোক বা অ্যারেঞ্জ, একবার বিয়ে হয়ে গেলে মন দিয়ে ভালবাসেন৷
৮, ১৭, ২৬ এ যাঁরা জন্ম গ্রহণ করেন, তাঁদের অধিপতি শনি৷ এদেঁর প্রেমে অনীহা৷ তবে সম্পর্কে জড়ালে বিয়ে পর্যন্ত নিয়ে যান৷
৯, ১৮ এবং ২৭ তারিখে যাঁদের জন্ম তাঁদের অধিপতি মঙ্গল৷ তাঁরা সাধারণত স্পষ্ট কথা বলেন৷ প্রেম থেকেও দূরে থাকেন৷ প্রেম এসেও তাঁদের কাছ থেকে চলে যান৷ দেখাশোনা করেই এদের বিয়ে হয়৷