2 December , 2024

BY- Aajtak Bangla

ভাগ্যে দেখেশুনে নাকি প্রেমের বিয়ে? নিজের জন্ম তারিখের সঙ্গে মেলান

ব্যক্তির জন্ম তারিখের সঙ্গে যোগ রয়েছে সম্পর্কেরও। কোন তারিখে জন্মালে বিয়ের কী যোগ, জেনে নিন।

১, ১০, ১৯ এবং ২৮ তারিখে জন্ম। অধিপতি সূর্য। স্বভাবে লাজুক। ভালবাসার কথা বলতে পারেন না। প্রেম করে বিয়ে খুব কঠিন।

২, ১১ , ২০ ও ২৯ তারিখে জন্ম। অধিপতি চন্দ্র। ভেবেচিন্তে প্রেম করেন। প্রেমের বিয়ের সম্ভাবনাই বেশি।

৩, ১২ ও ৩০ তারিখে জন্ম। অধিপতি বৃহস্পতি। খুব বুদ্ধিমান। ভালোবেসেই বিয়ে করেন।

৪, ১৩, ২২ ও ৩১ তারিখে জন্ম। অধিপতি রাহু। একাধিক প্রেম। প্রেমে সিরিয়াস নন। লভ ম্যারেজ হয়। বিয়ের পরও এদিক-ওদিক উঁকিঝুঁকি চলে।

৫, ১৪ ও ২৩ তারিখে জন্ম। অধিপতি বুধ। মা-বাবার পছন্দে বিয়ে করেন। প্রেমের বিয়েতেও পরিবারের সম্মতি নেন। পারিবারিক ঐতিহ্যে আস্থা।

জন্ম তারিখ ৬, ১৫ ও ২৪। অধিপতি শুক্র। লাভ ম্যারেজ। একাধিক প্রেম। শেষপর্যন্ত খাঁটি ভালোবাসার লোককে হারান।

৭, ১৬ ও ২৫ তারিখে জন্ম। অধিপতি কেতু। খুব লাজুক। প্রেম করলেও বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারেন না। লাভ হোক বা অ্যারেঞ্জ বিয়েতে মন দিয়ে ভালোবাসেন। 

জন্ম তারিখ ৮, ১৭ ও ২৬। অধিপতি শনি। প্রেমে অনীহা। তবে সম্পর্কে জড়ালে বিয়ে পর্যন্ত নিয়ে যান।

৯, ১৮ ও ২৭ তারিখে জন্ম। অধিপতি মঙ্গল। স্পষ্ট কথা বলেন। প্রেম থেকে দূরে থাকেন। প্রেম এসেও চলে যায়। দেখাশোনা করে বিয়ে।