18 March, 2025

BY- Aajtak Bangla

প্রেমে ছেলেদের গতি 4G, মেয়েদের Wi-Fi!, ব্যাপারটা কী?

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালিত গবেষণাটি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বায়োলজি অব সেক্স ডিফরেন্সেস সাময়িকীতে প্রকাশিত হয়। 

গবেষণার উৎস

গবেষণায় ৩৩টি দেশের ৮০৮ জন তরুণ-তরুণী অংশ নেন। তাঁদের সবার বয়স ১৮-২৫ বছরের মধ্যে।

গবেষণায় অংশগ্রহণকারীরা

গবেষণায় অংশগ্রহণকারীদের প্রেম সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে বলা হয়। যেমন – বিচ্ছেদের পর নতুন সম্পর্কে জড়াতে কত সময় নিয়েছেন, প্রথম প্রেম কতদিন স্থায়ী ছিল, এবং পাঁচ বছরে মোট কতবার সম্পর্কে জড়িয়েছেন।

গবেষণার উদ্দেশ্য

গবেষণায় দেখা যায়, বিচ্ছেদের পর পুরুষেরা নারীদের তুলনায় দ্রুত নতুন সম্পর্কে জড়ায়।

বিচ্ছেদের পর সম্পর্কে জড়ানো

পুরুষ: প্রথম মাসেই (৪ সপ্তাহের মধ্যে) নতুন সম্পর্কে জড়ায়। নারী: নতুন সম্পর্কে জড়াতে কমপক্ষে দুই মাস সময় নেয়।

নারীরা নতুন সম্পর্কে জড়াতে বেশি সময় নেয় এবং গভীরভাবে জড়ায়। তারা সম্পর্কের প্রতি পুরুষদের তুলনায় বেশি প্রতিশ্রুতিবদ্ধ থাকে।

নারীদের ধীরগতির সম্পর্ক গঠন:

নারীরা সম্পর্ক থেকে বের হতেও সময় নেয়, কারণ তারা আবেগগতভাবে গভীরভাবে জড়িয়ে পড়ে।

সম্পর্ক থেকে বের হওয়ার 

জরিপ অনুযায়ী, পাঁচ বছরে একজন অবিবাহিত তরুণী গড়ে দুটি সম্পর্কে জড়ায়।

গড় প্রেমের সংখ্যা

গবেষণার ফলাফলে স্পষ্ট হয়েছে, পুরুষেরা দ্রুত এবং বেশি সংখ্যায় সম্পর্কে জড়ালেও নারীরা প্রেমে ধীরে জড়ায় এবং সম্পর্কে বেশি সময় দেয়।

প্রেমে জড়ানোর পার্থক্য