31 May, 2023
BY- Aajtak Bangla
যদি মনে হয় আপনার প্রেমিক বা প্রেমিকা অন্য কারও প্রতি আসক্ত হয়েছেন, তাহলে কীভাবে বুঝবেন ?
প্রথম লক্ষণই হল নিজের মোবাইল আপনার থেকে দূরে রাখা। ফোন নিয়ে বেশি সচেতন হওয়া যাওয়া। আপনাকে হাত দিতে না দেওয়া।
যদি দেখেন কথায় কথায় আপনার ভুল ধরছে, ঝগড়া করছে তাহলে জানবেন তিনি অন্য কারও প্রেমে পড়েছেন
ঘন ঘন মিথ্যে কথা বলা অন্যতম একটি ইঙ্গিত। সেটাও খেয়াল রাখবেন।
নিজের ভুল স্বীকার না করে পাল্টা আপনার উপর দোষ চাপিয়ে দেওয়া।
প্রিয়জনের ব্যবহারে হঠাৎ পরিবর্তন দেখতে পারেন।
দেখবেন ধীরে ধীরে তার অভ্যেস, খাবার-দাবার, পছন্দের জিনিস বদলে যাচ্ছে।
আপনার সঙ্গে বিশেষ বা ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে চাইবে না। আপত্তি জানাবে।