4 December, 2023

BY- Aajtak Bangla

কম খরচেই হবে বিয়ে, বাছুন এই ৫টি কম বাজেটের  ওয়েডিং প্ল্যান

ভারতে বিয়ে মানে বিরাট খরচ। অনেকে সেই ভয়ে বিয়ে পিছিয়ে দেন।

কিন্তু সস্তায় বিয়ে সারা যায়। কীভাবে? রইল ৭ টিপস।

বিয়েবাড়ির খরচ অনেক। বাড়ির ছাদে বিয়ে সারুন।

পাড়ার মাঠেও সামান্য আলো লাগিয়ে বিয়ে সারতে পারেন।

রেজিস্ট্রি ম্যারেজ করে মন্দিরে বিয়ে করুন।

তারপর একটাই রিসেপশন দিন। এতে দুপক্ষেরই খরচ সমান হবে।

খরচ বাঁচাতে দিনে বিয়ে করুন। এতে বিদ্যুৎ ও খাবারের খরচ বাঁচবে।

বিয়ের খরচ বাঁচাতে চাইলে রাতে না করে দিনে বিয়ে করুন। এতে আপনার বিদ্যুৎ ও খাবারের খরচ বাঁচবে।

বিবাহ আচার-অনুষ্ঠান এবং প্রথা বিভিন্ন স্থানে করা আবশ্যক নয়। নিজের বা বন্ধুদের বাড়িতে সারুন।

বিয়ের শাড়ি-পঞ্জাবি ও গয়না স্থানীয় দোকান থেকে কিনুন। দরকারে সব সোনা কিনবেন না।