19 JULY 2025
BY- Aajtak Bangla
কারও বাড়িতে গ্যায় ১ মাস চলে কারও বাড়িতে ১ মাসের কম। তবে রান্না করার এই ট্রিকসে দেড় থেকে ২ মাস চলবে।
অনেক সময় নির্ধারিত সময়ের আগেই গ্যাস সিলিন্ডার ফুরিয়ে যায়।
গ্যাস দীর্ঘস্থায়ী করতে এই পদ্ধতিগুলি অবলম্বন করুন।
ফ্রিজ থেকে বের করার পর সরাসরি ওভেনে গরম করবেন না।
ফ্রিজ থেকে পাত্রটি বের করে স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন।
ওভেনের বার্নারটি পরিষ্কার রাখুন যাতে শিখাটি সম্পূর্ণরূপে পাত্রটিকে স্পর্শ করে।