BY- Aajtak Bangla

8 November, 2023

বাড়িতে গ্যাস লিক করছে, যে লক্ষণগুলিতে বোঝা যায়

আগে চলুন জেনে নিই গ্যাস লিকেজের লক্ষণগুলো কী কী।

ঘরে পচা ডিমের মতো অস্বাভাবিক গন্ধ

তীক্ষ্ণ হিস হিস শব্দ

ঘরের ছোট গাছ মরে যাওয়া

নানা রকম শারীরিক উপসর্গ

গ্যাস লিকেজ শনাক্ত হলে যা যা করবেন

বাড়িতে যদি গ্যাস লিকেজ শনাক্ত হয়, তাহলে দ্রুত ঘর থেকে বের হয়ে যান। 

বৈদ্যুতিক যন্ত্র চালু কিংবা আগুন জ্বালানো থেকে বিরত থাকুন

দরজা–জানালা খুলে দিন