BY- Aajtak Bangla
23 May 2025
গ্যাস সিলিন্ডার ছাড়া আজকের দিনে রান্না কার্যত অসম্ভব। তাই ঘরে ঘরে গ্যাস সিলিন্ডারের চাহিদা তুঙ্গে থাকে।
গ্যাস সিলিন্ডার কেনার পর অনেকেই পরে বুঝতে পারেন যে, তাতে পর্যাপ্ত পরিমাণে গ্যাস নেই। তাই তাড়াতাড়ি শেষ হয়ে যায়।
গ্যাস সিলিন্ডার কেনার সময় অনেকেই ঠকে যান।
গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে, তা বুঝে যান সহজেই। শুধু লাগবে ভেজা কাপড়।
যে গ্যাস সিলিন্ডারটি কিনলেন, তার ভিতরে কতটা গ্যাস আছে, বুঝুন এভাবে...
প্রথমে একটি ভিজে কাপড় দিয়ে গ্যাস সিলিন্ডারটি ভাল করে মুছে নিন। এমনভাবে মুছুন, যাতে কোনও ধূলো যেন না লেগে থাকে। ।
এবার সিলিন্ডারের গায়ের জল শুকোতে শুরু করবে। কিছুক্ষণ পর দেখবেন, সিলিন্ডারের কিছুটা অংশ শুকিয়ে গিয়েছে। বাকিটা ভেজা।
যতটা অংশ ভেজা অবস্থায় থাকবে, ধরে নিতে হবে, ততখানি গ্যাস সিলিন্ডারের মধ্যে রয়েছে।
গ্যাস যেহেতু তরল অবস্থা সিলিন্ডারের মধ্যে থাকে, তাই যে অংশে এলপিজি গ্যাস রয়েছে, সখানে জল শুকোতে কিছুক্ষণ সময় লাগবে।