BY- Aajtak Bangla
31 October 2024
লুচি খেতে আমরা প্রায় সকলেই ভালবাসি। জলখাবারে পাতে লুচি পড়লে মন ভাল হয়ে যায়।
বাঙালিদের কাছে লুচি এক আবেগের মতো। সকাল হোক বা সন্ধ্যা কিংবা রাত, লুচি অনেকেই খান।
গরম গরম ফুলকো লুচি বাঙালির বরাবরই পছন্দের খাবার।
যে কোনও শুভ অনুষ্ঠান হোক কিংবা ভুরিভোজ, পাতে লুচি থাকেই। ।
লুচি সম্পর্কে এই তথ্য অনেকেই জানেন না যে, এর ডাক নাম রয়েছে। . .
ভাবছেন নিশ্চয়ই, লুচির আবার ডাক নাম? হ্যাঁ, বাংলায় লুচির আরও একটি নাম রয়েছে। . .
লুচিকে অনেকে নুচি বলেন। বিশেষ করে, ঘটিদের একাংশই এমন উচ্চারণ করেন।
আর লুচিকে নুচি বলা নিয়ে ঘটিদের সঙ্গে মজা করে থাকেন বাঙালরা।