BY- Aajtak Bangla
30 January 2025
লুচি বাঙালির অন্যতম পছন্দর খাবার।
জলখাবারে লুচি থাকলে মন মেজাজ চাঙ্গা হয়ে যায়।
ফুলকো লুচির প্রেমে সকলেই হাবুডুবু খান।
বাঙালির খাওয়াদাওয়ায় লুচি আলাদা জায়গা করে নিয়েছে।
লুচিকে ঘটিরা বিশেষ নামে ডেকে থাকেন। . .
লুচিকে ঘটিরা যে নামে ডাকেন, তা জানলে অনেকেই হেসে পাগল হবেন। . .
লুচিকে ঘটিরা নুচি বলে ডাকেন। যা নিয়ে অনেকেই হাসাহাসি করেন।
তবে সব ঘটিরাই যে লুচিকে নুচি বলেন তা নন। মূলত গ্রামাঞ্চলেই এই ডাক শোনা যায়। ।