BY- Aajtak Bangla
11 FEB 2025
ঘরে লাকি বাম্বু গাছ রাখা খুবই শুভ। ফেংশুই মতে, বাড়িত লাকি বাম্বু রাখলে সুখ-সমৃদ্ধি আসে।
ঘরে লাকি বাম্বু রাখলে তা নানা ইঙ্গিত দেয় লাকি বাম্বু। আগামী দিনে সুখ না দুঃখ, তা জানায় এই গাছ।
বলা হয়, লাকি বাম্বু গাছ ঘরে রাখলে তা যদি ফুলে ফেঁপে ওঠে, তা হলে সুখ ধরা দেয় সংসারে।
লাকি বাম্বু গাছ শুকিয়ে গেলে সংসারে নেতিবাচক শক্তির প্রকোপ বাড়ে বলে মনে করা হয়। .
তাই খুবই যত্নে ঘরে রাখতে হয় লাকি বাম্বু। ঘরে কোথায় রাখা শুভ...
ফেংশুই মতে, ডাইনিং টেবিলে লাকি বাম্বু রাখা খুব শুভ। এতে সংসারে সুখ-সমৃদ্ধি বাড়ে। ।
বেডরুমে খাটের ডান দিকে লাকি বাম্বু রাখলে স্বামী-স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এবং প্রেম বাড়।
লিভিং রুমে লাকি বাম্বু রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। লিভিং রুমের দক্ষিণ বা পূর্ব কোণে রাখা শুভ।
ঘরের উত্তর-পূর্ব কোণে লাকি বাম্বু রাখা সবচেয়ে শুভ বলে মনে করা হয়।