BY- Aajtak Bangla
15 SEPTEMBER, 2024
বাঁশ বলতে আমরা সাধারণভাবে বিপদকে বুঝি। তবে এই বাঁশ গাছই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারে।
অফিসের ডেস্কে বাঁশের চারা লাগালে পরিবেশ বিশুদ্ধ থাকে। এছাড়াও, এটি নেতিবাচক শক্তি দূর করে। ঘরে লাকি ব্যাম্বু রাখার উপকারিতা অঢেল।
ঘরে বাঁশের চারা লাগালে রোগ- বালাই দূর হয় এবং শরীর সুস্থ থাকে।
বেডরুমেও বাঁশের গাছ অর্থাৎ চাইনিজ ব্যাম্বু রাখা যেতে পারে। স্বামী-স্ত্রীয়ের মধ্যে ভালোবাসা বাড়াতে এটি একটি দারুণ উদ্ভিদ।
পড়াশোনা, সৃজনশীলতা এবং লেখালেখিতে অগ্রগতির জন্য চাইনিজ ব্যাম্বু ব্যবহার করা শুভ বলে মনে করা হয়।
কর্মজীবনে নিরন্তর চেষ্টা করেও সফলতা না পেলে স্টাডি রুমে চারটি ছোট বাঁশের চারা রোপণ করুন।
আর তাতেই সাফল্য ধরা দেবে আপনার কাছে। এমনটাই জানিয়েছেন বাস্তু বিশেষজ্ঞরা।