22 September, 2024

BY- Aajtak Bangla

ফোনে এই নম্বরের কম্বিনেশন আছে? তাহলে আপনি ভাগ্যবান

ফোনে এই নম্বরের কম্বিনেশন আছে? তাহলে আপনি ভাগ্যবান

ফোন নম্বর বাছার ক্ষেত্রে অনেকে খুঁতখুঁতে থাকেন। পছন্দ মতো ফোন নম্বর পেতে চান অনেকে। 

তার কারণ নম্বরের মধ্যেও লুকিয়ে থাকে সৌভাগ্য। সেই কারণে বেছে বেছে নম্বর নিতে দেখা যায় অনেককে। 

ফোন নম্বরে দুটো কম্বিনেশন খুব গুরুত্বপূর্ণ। সেই কম্বিনেশন থাকলে আপবার ভাগ্য বদলাতে পারে।

যে কোনও ফোন নম্বরে ১,৫,৯ এই কম্বিনেশনের নম্বর থাকলে তা শুভ। 

অর্থাৎ নম্বরের মধ্যে ৪-এর ফারাক। একইভাবে ৩, ৭, ১১-ও থাকতে পারে। 

৪ নম্বরের ফারাক থাকলে কাজে গতি আসে। চাকরি ক্ষেত্রে উন্নতি হয়। 

১, ৩, ৫, ৭, ৯ এই কম্বিনেশনও ফোন নম্বরের জন্য খুব ভালো।

উপরে বা উল্লেখিত দুটো কম্বিনেশনের নম্বর যত বেশি থাকবে ততই ভালো। কম করে দুটো নম্বর থাকতে হবে। 

তবে ফোন নম্বরে ২,৪,৬, ৮ এই কম্বিনেশনের নম্বর কখনও শুভ নয়। এই নম্বর এড়িয়ে চলুন।