BY- Aajtak Bangla

গরমে লুঙ্গি পরলে এই উপকার হয়, ছেলেদের জানা উচিত

6 May  2025

পুরুষদের অন্যতম একটি পোশাক হল লুঙ্গি।

গ্রাম হোক কিংবা শহর, বহু পুরুষই লুঙ্গি পরতে ভালবাসেন।

তবে জানেন কি, লুঙ্গি পরলে কী হয়...

লুঙ্গি পরার অনেক উপকারিতা যেমন রয়েছে, তেমন আবার নানা অসুবিধাও রয়েছে।

লুঙ্গি পরা খুব আরামদায়ক। বিশেষ করে গরমকালে লুঙ্গি পরলে স্বস্তি পাওয়া যায়। . .

লুঙ্গি পরলে পুরুষদের গোপনাঙ্গ ঠিক থাকে। . .

লুঙ্গি পরলে মেঝেতে বসা, বা চলাফেরায় কোনও সমস্যা হয় না।

 আবার লুঙ্গি ঠিকমতো পরতে না জানলে অনেকে হাঁটতে গিয়ে পড়ে যান।

লুঙ্গি পরে দৌড়োনো যায় না। আবার, লুঙ্গি পরলে যেহেতু শরীরের নিম্নাংশ অনেকটাই দৃশ্যমান হয়, তাই মহিলাদের সামনে এই পোশাক পরতে অনেকেই অস্বস্তি বোধ করেন।