BY- Aajtak Bangla

মন বড় অশান্ত-কী  করবেন? পথ দেখাবে মা সারদার অমর বাণী

16 SEPTEMBER , 2024

প্রথাগত শিক্ষা না থাকলেও সহজ, সরল ভাষায় জীবন সম্পর্কে এমন কিছু কথা মা সারদা বলে গিয়েছেন, যেগুলো মানলে সাফল্য ধরা দেবে। 

তাঁর সেই সব বাণী বা উপদেশ মেনে চললে জীবনে চলার পথ সহজ হয়ে যায়। মন শান্ত হয়। সংসারে অশান্তি কমে। জীবনকে সুখ ও শান্তিতে পরিপূর্ণ করা যায়। 

মা সারদা বলেছিলেন, বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না। বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়।

সকলের ওপর সমান ভালবাসা হয় কী করে জানো? যাকে ভালবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না। তবেই সকলের ওপর সমান ভালবাসা হয়।

যদি শান্তি চাও মা, কারও দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো। 

জপ করতেই হবে। মন না বসলেও জপ করা ছাড়লে চলবে না। তোমার কাজ তুমি করে যাবে।

 মানুষের হাজার উপকার করে একটু দোষ কর। ওমনি তার মুখটি বেঁকে যাবে। লোক কেবল দোষই দেখে, গুণ আর কে দেখতে পারে? গুণটি দেখা চাই।

যাকে ভালোবাসবে তার উপর কিছু আশা রেখো না, প্রতিদানে কিছু চেয়ো না। তবেই সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবে।