BY- Aajtak Bangla
9 May 2024
কালো ঝলমলে চুল সকলেই চান। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলের রং ফ্যাকাশে হয়। চুল পেকে যায়।
আবার অনেক অল্পবয়সীদের টাক পড়ে যায়। কিংবা চুল বিবর্ণ হয়ে যায়।
তাই অনেকেই চুলের যত্ন নিতে পার্লারে যান। আবার কেউ নানা ধরনের শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করেন।
তবে মাধুরী দীক্ষিতের মতো আপনি যদি ঘরেই এই তেল বানিয়ে মাখেন, তা হলে ৫০ বছর পরেও চুল চকচক করবে। . .
বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী মাধুরী। ৫০ পেরিয়েও এখনও একইরকম সুন্দরী তিনি। ঘরে বানানো এই তেল মাখেন মাধুরী। জেনে নিন কীভাবে বানাবেন...
উপকরণ: নারকেল তেল, পেঁয়াজ, কারিপাতা, জবা ফুল, মেথি বীজ। ।
এবার কড়াইয়ে নারকেল তেল গরম করে তাতে পেঁয়াজ, কারিপাতা, জবা ফুল, মেথি বীজ দিয়ে ফোটাতে হবে।
তারপরে কড়াই গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা বোতলে ভরে রাখুন তেল।
রোজ এই তেল ভাল করে চুলে লাগালে উপকার পাবেন। চুলের স্বাস্থ্য ভাল থাকবে।