BY- Aajtak Bangla
1 May 2025
শুক্রবার, ২ মে মাধ্যমিকের ফল প্রকাশ। সকাল ৯টায় ফল প্রকাশ।
কাল পৌনে ১০টা থেকে ওয়েবসাইট ও বিভিন্ন মোবাইল অ্যাপে ফল দেখতে পারবে পরীক্ষার্থীরা।
ওই দিনই সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে।
কীভাবে ফল দেখবেন, জেনে নিন পদ্ধতি.....
মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে। মাধ্যমিক প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যাবে।
ফলাফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে wbresults.nic.in এবং wbbse.wb.gov.in এই দুটির যে কোনও একটি পোর্টালের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন।
এছাড়াও যেসব ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে, www.indiaresults.com, www.results.shiksha
মাধ্যমিকের ফল জানুন এই লিঙ্কে https://iresults.net/, fastresult.in, পাশাপাশি, bangla.aajtak.in-এ মাধ্যমিকের ফল সংক্রান্ত সমস্ত খবরের লেটেস্ট আপডেট পাওয়া যাবে।
মোবাইল অ্যাপে ফল জানুন এসব লিঙ্কে...https://iresults.net/wbbse-app/, fastresult.in, www.results.shiksha