BY- Aajtak Bangla
06 July, 2024
ম্যাগি কে না ভালবাসে? শিশু থেকে বৃদ্ধ এক প্লেট ম্যাগি দিয়ে দিলে চুপ।
ম্যাগি খাদ্য জগতে একটা বিপ্লবের মতো। খিদে পেলে চটপট ম্যাগি সিদ্ধ করে নিলে পেট ভরিয়ে ফেলা যায় এক মুহূর্তে।
২ মিনিটে না হলেও, ৫ মিনিটে ম্যাগি খাওয়ার মতো হয়ে যায়। সহজ টিফিনে এর বিকল্প আর কিছু নেই।
ম্যাগি অবশ্য় একেক জন একেক রকম করে বানাতে ভালবাসেন। কেউ খান শুকনো, কেউ ড্রাই। .
বাইরে টানা বৃষ্টি চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই সময় আলসেমি চেপে বসে। তখন ম্যাগি বানিয়ে খেলে কেমন হয়?
বৃষ্টির দিনে সকালে কিংবা সন্ধ্যায় এক বাটি ম্যাগি তো খেতেই পারেন। কিন্তু কোন রেসিপি বানাবেন? ।
বৃষ্টির সকালে নুডল স্যুপ ট্রাই করতে পারেন। দারুণ খাবার। এটি দারুণ উপকারীও হতে পারে। ।
কীভাবে বানাবেন? পছন্দের সবজি কেটে নিন, কিছু সিদ্ধ মুরগির টুকরো যোগ করুন। নইলে পনির, মাশরুম বা ফিশও যোগ করতে পারেন।
এর সঙ্গে ভেজিটেবল স্টক বা চিকেন স্টক ব্যবহার করুন। চাইলে আরেকটু চটকা বানাতে পারেন।
এর মধ্যে একটি ডিম সিদ্ধ দিতে পারেন, অথবা অমলেট করেও কয়েকটি টুকরো দিয়ে দিতে পারেন। জিভের সঙ্গে স্বাস্থ্যও ভাল থাকবে।