BY- Aajtak Bangla

কুম্ভের মোনালিসার মায়াবী চোখে আছে এই আশ্চর্য রহস্য

24 January 2025

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় এক মহিলা সকলের নজর কেড়েছেন। তাঁর নাম মোনালিসা ভোঁসলে।

কুম্ভমেলায় মালা বিক্রি করতে দেখা গিয়েছে মোনালিসাকে। 

এবার কুম্ভমেলায় ভাইরাল হয়ে গিয়েছেন মোনালিসা। বিশেষ করে তাঁর মায়াবী চোখ।

মোনালিসার চোখের মণির রং আলাদা আকর্ষণ বাড়িয়েছে। .

মোনালিসার চোখের মণির রং আসলে মেটে সোনালি। বিশেষজ্ঞদের মতে, এমন চোখ বিরলের মধ্যে বিরলতম।

মোনালিচার চোখ অ্যাম্বার রঙা। এটাই সকলে বলছেন। কিন্তু আসলে কী?

বিশেষজ্ঞদের মতে, অ্যাম্বার এক প্রকার রজন। সাধারণত, ভারতীয়দের মধ্যে এমন চোখ দেখা যায় না। তা হলে মোনালিসার কেন এমন চোখ?  ।  

জিনগত কারণেই এমন চোখের মণি হয়। মেলানিন রঞ্জকের কারণেই চোখের মণির রং বদলায়।

মেলানিন দুই ধরনের হয়, ইউমেলানিন ও ফিয়োমেলানিন। ফিয়োমেলানিনের হেরফেরেই চোখের মণির রং মেটে সোনালি হয়। যেটা মোনালিসার ক্ষেত্রে হয়েছে।