BY: Aajtak Bangla 

কেন ফাল্গুনেই মহাশিবরাত্রি? অজানা কাহিনি

10 February 2023

কৃষ্ণপক্ষের চতুর্দশী

প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উদযাপিত হয়। 

ফাল্গুনের শিবরাত্রি

কিন্তু ফাল্গুন মাসের চতুর্দশী তিথিই মহাশিবরাত্রি হিসেবে খ্যাত। কেন ফাল্গুনের শিবরাত্রি মহাশিবরাত্রি এবং তা ধুমধাম করে উদযাপিত হয়? 

শিবের আশিস

শিবের আশিস পাওয়ার জন্য ভক্তরা শ্রাবণ মাসের সোমবার ব্রত করেন। 

কন অলাদা

মহাশিবরাত্রি বিশেষ তাৎপর্যপূর্ণ। হিন্দু ক্যালেন্ডার অনুসারে,প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উদযাপিত হয়।

সারাদিন উপবাস

মহাশিবরাত্রিতে সারা দেশে সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং মন্দিরে ভিড় জমে শিব ভক্তদের। সারাদিন উপবাস করে সন্ধেয় আচার মেনে রুদ্রাভিষেক করেন তাঁরা। 

জোড়া কাহিনি

তাঁর পুজো করলে কাম, ক্রোধ, লোভ, আসক্তি, হিংসা-দ্বেষ থেকে মুক্তি মেলে। অসীমের সঙ্গে নিজের সত্ত্বার মেলবন্ধন ঘটান ভক্তরা। 

প্রথম কাহিনি

ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন মহাদেব। এজন্য প্রতি বছর এই দিনে শিবরাত্রি পালন করা হয় শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসাবে। 

আর একটি কাহিনি

মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশী তিথিতে দেবী পার্বতীকে বিয়ে করে সংসারী হন শিব। 

কোনও সমস্যা থাকে না

ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহাশিবরাত্রিতে  উপবাস ও শিব লিঙ্গে জলাভিষেক করলে বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকে না।

Maha Shivratri মহাশিবরাত্রির দিনেই বারোটি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এজন্য মহাশিবরাত্রি উৎসব উদযাপিত হয় ১২ টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের তিথি হিসেবে।