BY- Aajtak Bangla
14 May 2025
ভারত-পাক সংঘাতের আবহে পরমাণু বোমা নিয়ে নানা চর্চা চলেছে বিভিন্ন মহলে।
পাকিস্তানের যাবতীয় হামলার ছক বানচাল করে দিয়েছে ভারতের এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। যার ভারতীয় নাম সুদর্শন চক্র।
তবে জানেন কি, মহাভারতের এই অস্ত্রগুলির কাছে পরমাণু বোমাও খেলনার মতো।
মহাভারতে ব্রহ্মাস্ত্রের কথা রয়েছে। এই অস্ত্র ব্যাপক ধ্বংসলীলা চাবাতে পারে। বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এই অস্ত্র তৈরি করেছিলেন। ।
কথিত রয়েছে, ব্রহ্মাস্ত্রেরও থেকেও ৪ গুণ বেশি ক্ষমতাসম্পন্ন ব্রহ্মশিরাস্ত্র। ব্রহ্মার চার মুখ থেকে নির্গত শক্তির সমান ক্ষমতা ধরত এই অস্ত্র। . .
অন্যতম শক্তিশালী অস্ত্র হল পশুপত অস্ত্র। মহাদেবের কাছ থেকে এই অস্ত্র লাভ করেছিলেন অর্জুন। সৃষ্টি ধ্বংস করার ক্ষমতা রাখত এই অস্ত্র। . .
মহাভারতে অন্যতম শক্তিশালী অস্ত্র ছিল নারায়ণী অস্ত্র। এই অস্ত্রের হাজার হাজার মিসাইলের সমান মারণ ক্ষমতা ছিল। . .
প্রাচীন কালে আরও একটি ভয়ঙ্কর অস্ত্র ছিল অগ্নি অস্ত্র। সব কিছু বিনাশ করে দিতে পারে এই অস্ত্র।