15 JANUARY, 2025
BY- Aajtak Bangla
কুম্ভমেলায় আসা সাধুদের তপস্যা ও অনন্য শৈলী সবাইকে আকৃষ্ট করছে।
কেউ মাথায় পরে এসেছেন ঘাসের তৈরি টুপি আর কেউ পরেছে কাঁটার বিছানা।
মহাভারতের গল্প নিশ্চয়ই সবাই শুনেছেন। কুরুক্ষেত্রের মাঠে অর্জুন পিতামহ ভীষ্মকে তীরের বিছানায় শুইয়ে দিয়েছিলেন।
এখানে প্রয়াগরাজে এক বাবা কাঁটার শয্যা গ্রহণ করেছেন। বাবা বিষন্ন মেজাজে কাঁটার উপর শুয়ে আছেন। তার একটি হাত বিশেষ ভঙ্গিতে তুলে অন্য হাতে ডমরু বাজাচ্ছে।
আর এক বাবার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে তার মাথায় ঘাস গজিয়েছে।
একজন ইউটিউবার যখন বাবাকে তার মাথা থেকে কাপড় সরিয়ে বড় ঘাস দেখাতে বলেন, তখন বাবা রেগে যান। বাবা ইউটিউবারকে চেকপয়েন্টে পাঠানোর হুমকি দেন, তারপর তিনি সেখান থেকে চলে যান।
আর এক বাবা মহাকুম্ভে এসেছেন যিনি গায়ে ছাই লাগিয়েছেন। শরীরের প্রতিটি ইঞ্চি ছাইয়ের পুরু আস্তরণে ঢাকা।
আড়াআড়ি পায়ে বসে ধ্যানে মগ্ন এই বাবাকে দেখলে মনে হয় যেন তিনি মূর্তি।