BY- Aajtak Bangla
1 October 2024
মহালয়া মানেই পুজোর শুরু। দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে যায়।
পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা হয় মহালয়ায়।
মহালয়ায় অনেকেই গঙ্গাস্নান সেরে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করে তর্পণ করেন।
তাই মহালয়ার বিশেষ তাৎপর্য রয়েছে। শাস্ত্রে এর আলাদা গুরুত্ব রয়েছে। ।
মহালয়ার ভোরে মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়। . .
মহালয়ায় দেবী দুর্গা প্রতিমার চক্ষুদান পর্ব শুরু করা হয়। . .
কিন্তু মহালয়া শব্দের মানে কী? অনেকেই জানেন না। . .
মহালয়া কথাটির অর্থ হল মহৎ আলয়।
বিশেষজ্ঞদের মতে, অন্ধকার পেরিয়ে দেবীপক্ষের সূচনা হয়, তাই মহালয়া বলা হয়।