17 FEBRUARY 2023
ধর্মীয় বিশ্বাস অনুসারে শনিদেবকে মহাদেবের পরম ভক্ত হিসাবে বর্ণনা করা হয়েছে।
মহাশিবরাত্রির শুভ সময়ে মহাদেবের আরাধনা করলে কুণ্ডলীতে উপস্থিত শনি যন্ত্রণা থেকে মুক্তি মিলবে।
এই সময়ে ধনু, মকর ও কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতি চলছে। তুলা ও বৃশ্চিক রাশিতে ঢাইরা চলছে।
এ বছর মহাশিবরাত্রিও শনিবার। এদিন ভোলেনাথকে ৭টি জিনিস অর্পণ করলে শনির দোষ থেকে মুক্তি পাওয়া যায়।
শনির সাড়ে সাতি ও ঢাইয়ার প্রভাব কমাতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দুধ নিবেদন করা উচিত।
মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে গঙ্গাজল নিবেদন করলে আপনি শনির প্রকোপ থেকে রক্ষা পাবেন।
আপনি যদি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতিতে খুব কষ্ট পান তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করুন।
প্রতিদিন শিবলিঙ্গে লজ্জাবতী পাতা নিবেদন করলে আপনার কুন্ডলীতে শনির অবস্থান শক্তিশালী হয়ে ওঠে।
শনির প্রকোপে ভুগে থাকলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে দেশি ঘি মাখান।
শনির প্রকোপ এড়াতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে মধু নিবেদন করতে পারেন।
ভোলেনাথকে খুশি করতে এবং শনির প্রকোপ এড়াতে মহাশিবরাত্রির দিন শিবকে বেলপত্র নিবেদন করতে হবে।
ভগবান শিবের কাছে গাঁজা খুবই প্রিয়। যিনি শনিদোষে ভুগছেন তিনি মহাশিবরাত্রির দিন শিবকে গাঁজা নিবেদন করবেন।