14 June, 2024
BY- Aajtak Bangla
চুল ঘন ও কালো চান সকলেই। রাসায়নিক শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করেও হয় না।
ঘরোয়া তেল চুলকে লম্বা ও ঘন করে, সেই সঙ্গে কালোও রাখে। জেনে নিন কীভাবে ঘরেই তৈরি করবেন হেয়ার গ্রোথ অয়েল।
জবা ফুলে আছে অ্যামিনো অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সহায়ক। এই ফুল থেকে চুল কেরাটিন নামক প্রোটিন পায়।
জবা ফুলের তেল চুলে পুষ্টি ও শক্তি যোগায়। এই তেল গোড়া থেকে চুলকে শক্ত করে।
জবা ফুল, জবা পাতা এবং নারকেল তেল নিন। এক মুঠো জবা পাতা ও ফুল পিষে পেস্ট তৈরি করুন।
একটি পাত্রে নারকেল তেল গরম করুন। এই তেলে জবার পেস্ট দিন। তার পর গরম করতে থাকুন।
তেল ফুটিয়ে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। মাথায় লাগিয়ে ম্যাসাজ করুন।
মাথা ধোয়ার আগে অন্তত এক ঘণ্টা রেখে দিন। সারারাতও মাথায় রাখতে পারেন।
সপ্তাহে ২ থেকে ৩ বার মাথায় লাগান এই তেল। চুল হবে গোড়া থেকে শক্ত ও ঘন।
এছাড়া নারকেল তেলে কারিপাতা ফেলে গরম করুন। এই তেল বাড়ায় তুলের জেল্লা। এতে আছে জিঙ্ক, পটাসিয়াম ও আয়রন।