22 FEBUARY, 2025

BY- Aajtak Bangla

সম্পর্ক আরও মজবুত হবে, মানুন সুধা মূর্তির টিপস

 ভালোবাসা ও বিশ্বাসের উপরেই গড়ে ওঠে বৈবাহিক সম্পর্ক।  

ধৈর্যের অভাবে দ্রুত সম্পর্ক ভাঙার অন্যতম কারণ। এর জেরেই বিবাহবিচ্ছেদের ঘটনা বেড়ে যাচ্ছে।

সম্পর্ক টেকাতে কী করা উচিত। সেই শিক্ষাই দিলেন ইনফোসিস চেয়ারপার্সেন সুধা মূর্তি। 

নারায়ণ মূর্তি ও সুধা মূর্তি ইনফোসিসের মতো বড় সংস্থা তৈরি করেছেন। 

সুধা মূর্তি বলছেন, আজকাল শুধু টাকা ও প্রয়োজনের জন্য বিয়ে হয়ে যাচ্ছে। ফলে তা বেশিদিন টিকছে না।

সুধা মূর্তির মনে করেন, টাকা ও ভালোবাসার মধ্যে ভারসাম্য থাকা জরুরি। টাকা অবশ্যই দরকার। তবে সেটাই একমাত্র বিবেচ্য হওয়া অনুচিত।

যে কোনও সম্পর্কের ভিত্তি হওয়া উচিত ভালোবাসা। সম্পর্কে ভালোবাসা থাকলে সব বাধা কাটানো যায়।

ভালোবাসা, ভরসা ও পারস্পরিক সম্মানবোধ থাকলে টাকা কম-বেশি হলে কিছু যায় আসে না।

ভালো ও খারাপ সময় আসে, যায়। এর মানে এই নয় যে আপনি রাগ এবং হতাশায় একে অপরকে অপমান করতে শুরু করেন।  

তাই স্বামী-স্ত্রীর পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা খুবই দরকার। এতে সম্পর্ক বেশিদিন টেকে। নিজের মুখকে নিয়ন্ত্রণে রাখুন।