BY- Aajtak Bangla
21st September, 2024
ব্যস্ত–তটস্থ জীবনে কাজ, সংসার ও সন্তান সামলে ওঠার পর দম্পতিরা একে অপরের সঙ্গে কথা বলার জন্য ঠিক কতটা সময় পান?
হিসাব করলে দেখা যাবে, দিন শেষে একে অপরের সঙ্গে যে কয়েক মিনিট কথা হয়, তার বেশির ভাগই প্রয়োজনীয়।
অতএব দরকারি কথা ছাড়া একে অপরের সঙ্গে নিয়মিত খুব একটা আলাপ করেন না দম্পতিরা।
এতে না চাইতেই একে অপরের অনুভূতিগুলো থেকে দূরে সরে যেতে থাকেন তাঁরা।
অনেকেই মজা করে বলে থাকেন যে তাঁরা আর স্বামী স্ত্রী নন, ভাই-বোন হয়ে গেছেন।
স্বামী-স্ত্রীরা সাধারণত একে অপরকে যেসব প্রশ্ন করে থাকেন, তা হলো ঘুম কেমন হলো? কী খাবে? দিন কেমন গেল? কখন পৌঁছাবে? ইত্যাদি। এগুলো মৌলিক প্রশ্ন।
তবে এমন একটি প্রশ্ন স্বামী-স্ত্রীদের করা উচিত, যাতে তাঁদের সম্পর্কের গভীরতা আরও বাড়ে।
স্বামী ও স্ত্রী দুজনেই ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং একে-অপরের জন্য ভাল কিছুই চান।
কিন্তু কখনও একে-অপরকে এটা নিয়ে জিজ্ঞাসা করেছেন যে ঈশ্বরের কাছে তাঁর জন্য কী চাইব? তাহলেই স্বামী ও স্ত্রী দুজনেই নিজেদের চাওয়া-পাওয়া সম্পর্কে জানতে পারবেন।
অতএব সঙ্গীর জন্য কী প্রার্থনা করবেন, এই প্রশ্ন তাঁকেই করুন। তখন সঙ্গীর অনেক অজানা ইচ্ছা বা চাওয়ার কথা খুব সুন্দরভাবেই প্রকাশ পাবে আপনার সামনে।