8 October, 2023
BY- Aajtak Bangla
অনেকটা সময় খরচ করে আমরা মেকআপ করি বটে, কিন্তু সকালের সাজ দুপুর গড়াতেই ‘ঘেঁটে ঘ’ হয়ে যায়।
মেকআপের সময় কয়েকটি টোটকা মাথায় রাখলেই হতে পারে মুশকিল আসান।
মেকআপ টিকিয়ে রাখতে হলে প্রসাধনীগুলি ভাল করে ব্লেন্ড করা ভীষণ জরুরি
খুব সামান্য মাত্রায় ফাউন্ডেশন ব্যবহার করতে হবে, আর খুব ভাল ভাবে সেটা ব্লেন্ড করতে হবে।
যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁদের পাউডার বেসড মেকআপের প্রসাধনী ব্যবহার করা উচিত আর ত্বক শুষ্ক হলে অয়েল বেসড মেকআপের প্রসাধনী ব্যবহার করতে পারেন।
স্মাজ প্রুফ কাজল ব্যবহার করুন। ব্যবহার করার পর সব সময়ে কালো আইশ্যাডো একসঙ্গে মিশিয়ে চোখের উপরে ব্যবহার করুন।
উৎসবের মরসুমে সাজগোজ করলে একটু বেশি ব্লাশ ব্যবহার করলে বেশ ভাল লাগে। তৈলাক্ত ত্বক হলে পাউডার ব্লাশ ও শুষ্ক ত্বক হলে ক্রিম ব্লাশ ব্যবহার করতে হবে।
ভ্রু আঁকার সময় মোটা করে ভুলেও আঁকবেন না, কেবল যেই জায়গাগুলিতে রোম কম, সেগুলি সুন্দর করে ভরাট করে নিন।
পুজোর সময় ঠাকুর দেখতে যাওয়ার সময়ে চুল বেঁধে রাখাই ভাল।
এ ক্ষেত্রে মেসি বান বা কায়দা করে পনিটেল বেঁধে ফেলতে পারেন। সঙ্গে একটু ফুল কিংবা হেয়ার অ্যাকসেসরিজ়। চুল বাঁধা হলে মেকআপ ঘাঁটারও ঝুঁকি কম।