BY- Aajtak Bangla

গরমে একটুও গলবে না মেকআপ! বড় মেকআপ আর্টিস্টের টিপস 

27 MARCH, 2025

কম বেশি সব মেয়েরাই মেকআপ করতে পছন্দ করে। তবে এই ভ্যাপসা গরমে মেকআপ টিকিয়ে রাখা খুব কঠিন।

মেকআপ

এদিকে কোথাও ঘুরতে গেলে, কিংবা অফিসে যেতে গেলে হালকা মেকআপ করতেই হয়। 

হালকা মেকআপ

সেক্ষেত্রে প্রতিটা মেয়ের মনেই প্রশ্ন জাগে যে, গরমে মেকআপ টিকিয়ে রাখার উপায় কী?

মেকআপ টিকিয়ে রাখা

গরমের হাত থেকে মেকআপ বাঁচাতে এই কৌশলগুলি অবলম্বন করুন।

মেকআপ বাঁচাতে

মেকআপ করার জন্য প্রথমে ত্বককে ভাল করে প্রস্তুত করুন। তার জন্য ত্বক ভাল করে জল দিয়ে পরিষ্কার করুন।

জল দিয়ে পরিষ্কার

পরিষ্কার করা হয়ে গেলে গালে ভাল করে বরফ ঘষে নিন। বরফ জল শুকিয়ে গেলে, তারপর মেকআপ করা শুরু করুন।

বরফ জল

ত্বকের থেকে ময়লা দূর করা হলে, জল শোষণ করে এমন প্রাইমার লাগান। যা ঘাম হলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

ঘাম হলে

এরপর আপনার পছন্দ মতো মেকআপ সামগ্রী ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখবেন এই সময় বেশি গাঢ় মেকআপ না করাই ভাল। 

গাঢ় মেকআপ

চোখের ক্ষেত্রে ওয়াটার প্রুভ আইলাইনার ব্যবহার করতে পারেন। যাদের কাজল গরমে গলে যায়, তারা কাজলের উপরে আইস্যাডো ব্যবহার করুন।

আইস্যাডো