BY- Aajtak Bangla

রুটি গ্যাসের আগুনে সেঁকা ভাল না খারাপ? জানা জরুরি

26  APRIL, 2025

সকাল হোক কিংবা রাত, অনেকেই পাতে রুটি রাখেন।

রুটি

ভাতের মতো রুটিও আমাদের রোজকার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।

রুটি জনপ্রিয়

রুটি খেলে নানা উপকারও হয়। এতে পুষ্টিও রয়েছে প্রচুর।

উপকার

আমরা সাধারণত গ্যাসের আগুনে রুটি সেকি। তবে এটা কি ঠিক?

গ্যাসে সেঁকলে কী হয়

গ্যাসের আগুনে রুটি সেকলে কি শরীরে ক্ষতি হবে, এমন নানাবিধ প্রশ্ন রয়েছে অনেকের মনে। .

কী প্রভাব

তবে বিশেষজ্ঞদের মতে, গ্যাসের আগুনে রুটি সেঁকলে যে সমস্যা হবে, এমন কোনও বিজ্ঞানভিত্তি নেই।

ভিত্তি নেই

তবে রুটি সেঁকার সময় তা যেন পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে।

পুড়ে যেন না যায়

পোড়া রুটি খাওয়া একেবারেই ঠিক নয়। এতে শরীর খারাপ হয়।

শরীর খারাপ