29 May, 2023

BY- Aajtak Bangla

মালাইকা-অর্জুনের অ্যাফেয়ার কীভাবে শুরু? একটি প্রেমের গল্প

অর্জুন কাপুর ও মালাইকা আরোরা বলিউডে অতিপরিচিত মুখ। 

মালাইকা ও অর্জুনের রিলেশন প্রথম প্রকাশ্যে আসে ২০১৯ সালের জানুয়ারি মাসে।

মালাইকা অরোরার স্বামী ছিলেন ও চলচ্চিত্র নির্মাতা আরবাজ খান ছিলেন।

অর্জুনের সঙ্গে প্রেমের সঙ্গে স্বামী আরবাজকে খোলাখুলি জানিয়েছিলেন মালাইকা।

মালাইকা ও অর্জুন তাঁদের প্রেমের সম্পর্ক একেবারেই ব্যক্তিগত রাখেন এবং যথাযথ পালন করেন।

একে অপরকে ভালোবাসেন, তা নানা পোস্টেই দুজনেই বুঝিয়ে দেন। 

আর্জুন ও মালাইকা সম্পর্কে দুজনেই প্রকাশ্যে সংবাদমাধ্যমে স্বীকারও করেন।

প্রেমের সম্পর্কে দুই পক্ষের মধ্যে স্থায়ী এবং সহযোগিতামূলক

আর্জুন কাপুর এবং মালাইকা অরোরা পরিচয় হয় একটি সিনেমা প্রজেক্টের মাধ্যমে।