22 january, 2025
BY- Aajtak Bangla
শীতের সময় গরম জলে স্নান করাই আমাদের অভ্যাস।
তবে এটা কি সত্য গরম জলে স্নান করলে পুরুষদের বাবা হওয়ার ক্ষমতা?
বিশেষজ্ঞরা বলছেন, গরম জলে স্নান করলে পুরুষের শুক্রাণু কমে যায়। এমনকি বন্ধ্যাঙ্কিও হতে পারে। কেন জানেন?
নারীদের চেয়ে বন্ধ্যাত্বের সমস্যা বেশি হয় পুরুষদের। ৪০-৫০% ক্ষেত্রে বন্ধ্যাত্বের ক্ষেত্রে দায়ী খারাপ গুণমানের স্পার্ম।
গরম জল পুরুষের শুক্রাণুর গুণমানে খারাপ প্রভাব ফেলে। স্পার্মকাউন্ট স্বাভাবিক হতে প্রায় ৬ মাস লাগে। কেন ক্ষতিকর?
অণ্ডকোষের তাপমাত্রা শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকলে শুক্রাণু তৈরি হয়।
গরম জলে তাপমাত্রা বাড়ে অণ্ডকোষের। রোজের এমনটা হলে প্রভাব পড়ে শুক্রাণুর উৎপাদনে।
অণ্ডকোষ যত উপরে থাকে তত ভালো। গরম জলে তা ঝুলে যায় অনেকটা। কমে স্পার্মকাউন্ট।
অণ্ডকোষ ঠান্ডা থাকলেই তা স্বাভাবিক কাজ করে। সেজন্য টাইট জিন্স বা জাঙ্গিয়া পরতে না বলা হয়।
গরম জলে স্নান করতে হলে মাথায় জল ঢালুন। গায়ে ঢালবেন না।