03 June, 2023

BY- Aajtak Bangla

সুস্থ সন্তান চান? তাহলে বাবা হওয়ার সেরা সময় জানুন

অনেক সময়ই বলা হয়ে থাকে যে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মহিলাদের সঠিক বয়স হওয়া দরকার। কারণ পুরুষরা নাকি যে কোনও বয়সেই সন্তান জন্ম দিতে পারেন।

যদিও এই মিথ একেবারে সত্য নয়। সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মহিলাদের পাশাপাশি পুরুষদের বয়সকেও গুরুত্ব দেওয়া হয়।

আসলে বয়স বাড়ার সঙ্গে পুরুষের শুক্রানু কাউন্ট ও তার কার্যকারিতা কম হতে শুরু করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পুরুষদের জন্য ২০ থেকে ৩০ বছর বয়স একেবারে সঠিক সময় বাবা হওয়ার জন্য।

বিশেষজ্ঞরা এও জানিয়েছেন যে ৪০ বছরের পর পুরুষদের বাবা হওয়ার সম্ভাবনা কম হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, পুরুষদের শুক্রানুর উৎপাদন কখনও কম হয় না। তবে বয়স বাড়ার পাশাপাশি শুক্রানুর ডিএএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

হু-এর মতে, ৩৫ বছর বয়সের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার পরই পুরুষদের স্পাম কাউন্ট, আকার ও গতিবিধি খারাপ হতে শুরু করে।

২২ থেকে ২৫ বছরের মধ্যে পুরুষদের সবচেয়ে বেশি প্রসব ক্ষমতা থাকে। ৩৫ বছরের বয়সের পর সেই প্রসব ক্ষমতা কমতে শুরু করে দেয়।

যদি আপনি ৪৫ বছরের বয়সের পর সন্তান প্রসব করার কথা ভাবেন তবে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।    

গবেষণার মতে, ২৫ বছরের আগে যদি কেউ বাবা হন তবে তাদের গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়।

কারণ অধিকাংশ পুরুষই কম বয়সে মানসিক ও আর্থিক দিক থেকে বাবা হওয়ার মতো দায়িত্ব নিতে পারেন না।