10 July, 2024
BY- Aajtak Bangla
কাদের ডেঙ্গি হওয়ার ঝুঁকি বেশি? জেনে সাবধান হোন
চারদিকে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। বর্ষা আসতেই ডেঙ্গি আতঙ্ক ফের থাবা বসাচ্ছে। ডেঙ্গি আরও বারাবারি পর্যায়ে পৌঁছে যাওয়ার আগে কিছু বিষয় জেনে রাখুন।
অনেকেই জানতে চান ডেঙ্গির মশার কামড়ানোর ধরন কেমন। কামড়ালে কী হয়। কাদের বেশি কামড়ায়।
অনেকের ক্ষেত্রে ডেঙ্গির মশা কামড়ানো সত্ত্বেও ফুলে যাওয়া বা চুলকানি কোনটি নাও হতে পারে।
মশা যখন রক্ত খাওয়ার জন্য হুল ফোটায় তখন বেশিরভাগ মানুষ টের পান না।কারণ মশা কামড়ানোর আগে কিছুটা ব্যথানাশক তরল ত্বকের ভিতর ঢেলে দেয়। কিছুক্ষণের জন্য সেই জায়গাটি অবশ হয়ে যায়।
কিছুক্ষণ পর অবশ ভাব চলে গেলে ত্বকের ওই জায়গা একটু চুলকায় এবং ফুলে যায়। আগে বলা হত ডেঙ্গুর মশা শুধুমাত্র দিনের বেলা কামড়ায়। কিন্তু এডিস মশা সম্প্রতি তাদের চরিত্র বদলেছে।
দিনে রাতে সব বেলাতেই কামড়াতে পারে এডিস এজিপ্টি, বিশেষ করে রাতে যদি ঘর আলোকিত থাকে। তখন কামড়াতে পারে।
'ডেঙ্গির মশা' দেখতে কেমন? ডেঙ্গির জীবাণু বহনকারী এডিস মশা খালি চোখে দেখা যায়। ডেঙ্গির মশা মাঝারি আকারের হয়ে থাকে এবং এর গায়ে-পায়ে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। অনেকসময় পেটেও ডোরাকাটা দাগ থাকতে পারে। পুরুষ মশার অ্যান্টেনা থাকে। স্ত্রী মশার এমনটা থাকে না।
তবে এই মশা কামড়ালেই যে ডেঙ্গি হবে তা নয়। এডিস মশা ডেঙ্গি রোগের ভাইরাস বহন করে সেটি গায়ে বসলে তবেই হতে পারে।
ডেঙ্গির মশা কামড়ানোর পর ভাইরাসটি যদি শুধুমাত্র চামড়ার ওপরে লেগে থাকে তাহলে ওই স্থানটি ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ধুলে ভাইরাস মরে যাবে।
মহিলারা ডেঙ্গিতে বেশি আক্রান্ত হন, কারণ তারা দেরিতে চিকিৎসা করান। আর সাধারণত জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গি জ্বরের প্রকোপ থাকে।