BY- Aajtak Bangla

সাপের এই গুণ রপ্ত করলেই পুরুষরা সুখ পাবেন, বলেছেন চাণক্য

18 June  2024

দেশের মস্ত বড় পণ্ডিত ছিলেন চাণক্য। আমাদের রোজকার জীবনে চলার পথে নানা পরামর্শ দিয়েছেন তিনি।

আমাদের চারপাশে নানা পশু, পাখি, জন্তু রয়েছে। সেই সব পশু-পাখির নানা গুণ রয়েছে। চাণক্যের মতে, সেই গুণগুলি রপ্ত করলে সাফল্য আসবে।

বিভিন্ন প্রাণীর মধ্যে সাপেরও নানা গুণ রয়েছে। সাপের বিভিন্ন গুণ যদি কেউ রপ্ত করেন তা হলে দারুণ উপকার পাবেন। এমনটাই বলেছেন চাণক্য। 

সাপকে দেখে আমরা সকলেই ভয় পাই। কারণ, সাপে বিষ রয়েছে। ছোবল মারলেই বিপদ!

সাপের পা নেই। জানেন কি, সাপ কিন্তু খুব ভীতু হয়।  . .

সাপ ভীতু হলেও, তার পা না থাকলেও আমরা সাপকে ভয় পাই। কারণ সাপে বিষ আছে। . .

সাপকে আমরা কখনওই দুর্বল ভাবে দেখি না। তাই চাণক্যের মতে সাপ অকুতোভয়।   . .

চাণক্যের পরামর্শ, সাপের মতো নির্ভীক হতে হবে। তবেই সাফল্য আসবে। ভয় পেলে চলবে না।