BY- Aajtak Bangla

জীবনে সফল হতে চান? শিখে নিন বাস কন্ডাক্টরের এই ৩ গুণ

20th October, 2024

আমাদের প্রতিদিনের যাতায়াতের অন্যতম মাধ্যম হল বাস।

বাস ছাড়া কলকাতা শহরের এদিক-ওদিক যাওয়া প্রায় অসম্ভব।

সরকারি ও বেসরকারি দুই মাধ্যমের বাসই চলাচল করে।

আর এই বাসের অন্যতম ব্যক্তি হলেন বাসের কন্ডাক্টর। যিনি যাত্রীদের সঠিক গন্তব্যে নামাতে সহায়তা করে।

আর বাস কন্ডাক্টরদের ৩টে গুরুত্বপূর্ণ গুণ রয়েছে আর তা যদি শিখে নেওয়া যায় তাহলে জীবন হবে মসৃণ।

প্রথমত, লক্ষ্য করে দেখবেন বাস যত গতিতেই ছুটে চলুক না কেন কন্ডাক্টররা ঠিক ব্যালেন্স রেখে দাঁড়িয়ে থাকেন। জীবনের ক্ষেত্রেও এই ভারসাম্য থাকা খুব জরুরি, পরিস্থিতি যেমনই হোক না কেন।

যাত্রীদের সঙ্গে বাস কন্ডাক্টরদের ঝামেলা হলেও, তাঁরা একটা সময় পর্যন্ত নিজেদের শান্ত রাখার চেষ্টা করেন। প্রত্যেকের জীবনে এই শান্ত থাকাটা খুব দরকার, তবেই সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

বাসভর্তি যাত্রী থাকলেও কন্ডাক্টর সকলের থেকে টিকিটের ভাড়া বুঝে নেন। নিজেদের জীবনেও ঠিক এরকমটা হওয়া উচিত, শতলোকের ভিড়েও নিজের কাজটা গুছিয়ে নেওয়ার দক্ষতা রাখতে হবে।