18 January, 2025

BY- Aajtak Bangla

ভবিষ্যতে বিশ্বাস ভাঙবে, ৪ লক্ষণে চিনুন ছলনাময়ী নারী: চাণক্য

v

জীবনে একজন সঠিক জীবনসঙ্গী থাকা খুবই দরকার। জীবন সুন্দর করে তোলেন স্ত্রী।

বুদ্ধিমান পুরুষও সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পারেন না। আচার্য চাণক্যর কথা মানলে ঠকবেন না।

ছলনাময়ী নারীদের গুণাবলীর কথা বলে গিয়েছেন আচার্য চাণক্য। জেনে নিন কী কী-

ত্যাগের অনুভূতি নেই- যে কোনও সম্পর্ককে সঠিকভাবে চালাতে গেলে ত্যাগের ভাবনা থাকা দরকার।

পছন্দ-অপছন্দ এবং আরও অনেক কিছু মানিয়ে নিতে হয়। এটা যে নারী পারেন না। তিনি যে কোনও সময় প্রতারণা করতে পারেন।

চরিত্রহীনা- ভালো স্ত্রীর চরিত্র এবং স্বভাব সঠিক থাকা দরকার। উগ্র স্বভাবের নারী পুরুষকে ছেড়ে চলে যেতে পারেন। 

যে সব নারী চরিত্রহীনা এবং রাগী, তাঁরা কেবল স্বামীকেই নয় বরং পুরো পরিবারের ধ্বংসের কারণ হয়।

  যে সব নারী স্বার্থপর, তাঁরা কেবল নিজের কথা ভাবেন। তাঁরা কখনই ভালো জীবনসঙ্গী হতে পারেন না। ছেড়ে চলে যেতে পারেন। 

এমন নারী যাঁর মধ্যে গুণ নেই, তিনিও ভালো জীবনসঙ্গিনী নন। প্রতিভাবান নারী পুরো পরিবার এবং বংশের জন্য গৌরব বয়ে আনে,

বুদ্ধিমতী এবং অন্যদের অনুভূতিকে সম্মান করেন এমন নারীকেই স্ত্রী হিসেবে বেছে নিন।