BY- Aajtak Bangla

চেহারার এই চিহ্ন ছেলেদের মহাপুরুষ বানায়, মিলিয়ে নিন

10 FEB 2025

পুরুষদের চেহারায় নানা চিহ্ন থাকে, তা কেউই আমরা অনেক সময় খেয়াল করি না বা গুরুত্ব দিই না।

সমুদ্রশাস্ত্র মতে, পুরুষদের চেহারার কিছু চিহ্ন যে কারও ভাগ্য বদলে দেয়। চরিত্র সম্পর্কে নানা তথ্য জানা যায়।

যেসব পুরুষদের ৭টি অঙ্গ (নখ, হাতের তালু, পা, জিভ, ঠোঁট, তালু, চোখের কোণ) লাল হলে তা শুভ। ভাগ্যবান হন এই পুরুষরা।

সমুদ্রশাস্ত্র মতে, যেসব পুরুষের বুক উঁচু হয়, তাঁদের মহাপুরুষের সমান লক্ষণ থাকে।

যেসব পুরুষদের কাঁধ উঁচু হয়, তাঁদেরও মহাপুরুষের সমান লক্ষণ থাকে।

যে পুরুষের চুল পাতলা হয়, তাঁরা সৌভাগ্যবান হন।

যেসব পুরুষের চোখ টানা টানা হয়, তাঁরা ভাগ্যবান হন।

যে পুরুষের পা, ঘাড় চওড়া ও বড় হয়, তাঁদের মহাপুরুষের সমান তেজ থাকে।

যেসব পুরুষের পুরুষাঙ্গ ছোট, তাঁরা ভাগ্যবান হন।