BY- Aajtak Bangla
5 APRIL, 2025
লম্বা না বেঁটে, তা দেখে যে কোনও ব্যক্তির চরিত্র জানা যায়।
তাই যে কোনও মানুষের উচ্চতা কত, তা খুবই উল্লেখযোগ্য। জ্যোতিষ মতে, এর আলাদা তাৎপর্য রয়েছে।
অনেকেই বেঁটে হন। বেঁটে ছেলেমেয়েদের চরিত্র কেমন হয়, জেনে নেওয়া যাক...
জ্যোতিষ মতে, যাঁরা বেঁটে হন, তাঁরা বাস্তববাদী হন। এঁরা খুব হিসেবী হন।
বেঁটে মানুষরা বেশ বুদ্ধিমান হন।
বেঁটে ছেলেমেয়েরা গুছিয়ে কথা বলতে পারেন। এমন ভাবে কথা বলেন যে, বোঝা যাবে না, এঁদের মাথায় কী চলছে।
বেঁটে মানুষরা উদার প্রকৃতির হয়।
বেঁটে মানুষরা সাধারণত কিপটে হয়ে থাকেন।