BY- Aajtak Bangla

শরীরের সবচেয়ে নোংরা অংশ এটা, ময়লা তুলতে জান বেরিয়ে যায়

8 FEB 2025

আমাদের শরীরে নানা অঙ্গ রয়েছে। শরীরের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ। 

শরীরে এমন অনেক অংশ রয়েছে, যা নোংরা হয়ে যায়। তাই নিয়মিত পরিষ্কার করতে হয়।

নিয়মিত পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া জমতে পারে। আর তা থেকে সংক্রমণ ছড়াতে পারে।

বিশেষজ্ঞদের মতে, আমাদের শরীরের সবচেয়ে নোংরা অংশ রয়েছে। যা নিয়মিত পরিষ্কার করা উচিত।

অনেকেই ভাবেন নোংরা অংশ বলতে বগল বা গোপনাঙ্গের জায়গাকে বোঝায়।

তবে আমাদের সবচেয়ে নোংরা অংশটি হল নাভি।

বিশেষজ্ঞদের মতে, নাভিতে সবচেয়ে বেশি ঘাম হয়। নাভিতেই বেশি নোংরা জমে।  

স্নানের সময় সাবান মাখলেও অনেক সময় নাভি পরিষ্কার হয় না। ফলে জীবাণু থেকে যায়। 

তাই নিয়মিত নাভি পরিষ্কার করতে হবে। তা না হলে, রোগজীবাণু বাসা বাঁধতে পারে। গরম জল দিয়ে সাফ করতে হবে।