BY- Aajtak Bangla
18 APRIL, 2025
বিয়ের বয়স নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেন, বিয়ের বয়স আছে একটা। আবার কারও মতে, বিয়ের কোনও বয়স হয় না।
কেউ ২৫ বছরে বিয়ে করেন, আবার কেউ বিয়ে করেন ৪-৫০ বছর পরে। এমনকী, বৃদ্ধ বয়সেও অনেকের চার হাত এক হয়।
ইদানীং, বহু সেলেব্রিটিই সংসার শুরু করছেন বৃদ্ধ বয়েছে। এমনকী, বহু সাধারণ মানুষও রয়েছেন, যাঁরা বিয়ের পিঁড়িতে বসছেন বেশি বয়সে।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বেশি বয়সে বিয়ে করলে নানা সুবিধা পাওয়া যায়।
বেশি বয়সে বিয়ে করলে পরিণত হওয়ায় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলে। সম্পর্ক আরও পোক্ত হয়।
বিয়ে মানে এক বন্ধন। বৃদ্ধ বয়সে এক সঙ্গীর দরকার হয়। তখন আকর্ষণ থাকে না, থাকে বন্ধুত্ব। সেই বন্ধুত্বের জন্য বেশি বয়সে বিয়ে করা শ্রেয়।
বেশি বয়সে বিয়ে করে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীল অবস্থা থাকে।
অনেকেই বৃদ্ধ বয়সে একা হয়ে যান। গ্রাস করে একাকিত্ব। তাই বৃদ্ধ বয়সে বিয়ে করলে সেই একাকিত্ব দূর হয়।
আবার, বেশি বয়সে বিয়ে করলে নানা সমস্যাও হয়। শারীরিক সক্ষমতা কমে যায়। কমে যায় শারীরিক আকর্ষণ।