BY- Aajtak Bangla
12 FEB 2025
আমাদের সকলেরই নিজস্ব ব্লাড গ্রুপ রয়েছে। প্রত্যেকের ব্লাড গ্রুপ আলাদা হয়।
ব্লাড গ্রুপ দেখে যে কারও চরিত্র সম্পর্কে জানা যায়।
জ্যোতিষ মতে, যাঁদের রক্তের গ্রুপ ও, তাঁদের আকাঙ্খা খুব বেশি হয়।
0 ব্লাড গ্রুপের মানুষরা কঠোর পরিশ্রম করতে পারেন।
ও ব্লাড গ্রুপের মানুষদের প্রচুর গুণ থাকে। এঁরা নেতৃত্ব দিতে ভালবাসেন। . .
আবার, যাঁদের ব্লাড গ্রুপ A, তাঁরা খুব বুদ্ধিমান হন। . .
A ব্লাড গ্রুপের মানুষরা সৃষ্টিশীল কাজে উন্নতি করেন।
A ব্লাড গ্রুপের ছেলেমেয়েদের শিকারী মনোভাব থাকে।